২২ নভেম্বর ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসন, খাগড়াছড়ি: খাগড়াছড়িত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে ডঐজউং দিবস উদযাপন কমিটির উদ্যাগে মানববন্ধন ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়ছে।
২৯নভেম্বর রবিবার ‘নারীর জন্য বিশ্ব গড়া, পর্যাপ্ত বিনিয়োগ করা, সহিংসতা প্রতিরোধ করা’ এই প্রতিপাদ্য জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গন আধা ঘটা ব্যাপী মানববন্ধন শেষে অফিসারস্ ক্লাব আলাচনা সভা অনুষ্ঠিত হয়। এতে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ও ডঐজউং দিবস উদযাপন কমিটির আহবায়ক শফালিকা ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদর সদস্য শতরপা চাকমা। এদিকে মানববন্ধন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির গীতিকা ত্রিপুরার সঞ্চালনায় সংহতি জানিয় বক্তব্য দেন এ্যাডভাকট অনুপম চাকমা। অন্যদিক আলাচনা সভায় ডঐজউং দিবস উদযাপন কমিটির সদস্য সচিব কীর্তিকা চাকমার সঞ্চালনায় অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, তণমূল উনয়ন সংগঠনের নির্বাহী পরিচালক রিপন চাকমা, খাগড়াছড়ি প্রসক্লাবর সভাপতি জীতন বড়ুয়া, খাগড়াছড়ি পুলিশর সদর থানার প্রতিনিধি এসআই বিকিরণ চাকমা, দুর্বার নটওয়ার্কর প্রতিনিধি নমিতা চাকমা, ডঐজউং দিবস উদযাপন কমিটির সদস্য দয়ানদ ত্রিপুরা, কাবিদাং’র নির্বাহী পরিচালক লালসা চাকমা, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্য শাপলা দবী ত্রিপুরা প্রমুখ। এসময় আরও উপস্থিত বাংলাদেশ নারী প্রগতি সংঘ’র প্রতিনিধি নবলশ্বর দেওয়ান ত্রিপুরা, উইমন রিসার্স নটওয়ার্কর খাগড়াছড়ি জেলা সমন্বয়ক ও সাংবাদিক চিংমপ্রু মারমাসহ বিভিন বসরকারি সংস্থা, সামাজিক সংগঠনর প্রতিনিধি, যুব সংগঠন, ছাত্র ও অভিভাবকবদ। এসময় এসডিজির প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্বব্যাপী নারীদের জীবনমান উনয়ন এবং নির্যাতন ও ইতিবাচক চর্চা থেকে তাদর মুক্ত করতে সব ধরনর বষম্য ও নির্যাতনর বিরদ্ধ জররি পদক্ষেপ গ্রহণ করা দরকার বল নারী নির্যাতন প্রতিরোধ প¶ কয়েকটি করণীয়সমূহ বা¯বায়ন উত্থাপন করন।