২২ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
কুয়াকাটা প্রতিনিধি
কুয়াকাটা সংরক্ষিত বনাঞ্চল থেকে ঝাউগাছ কাটায় সময় শাহজাহান সিকদার (৫০) ও লিটন প্যাদা (৩০) নামের দুই বনদস্যুকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। শুক্রবার সকালে মহিপুর বনবিভাগ ও কুয়াকাটা নৌ-পুলিশের যৌথ অভিযানে গঙ্গামতির ঝাউবাগান সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কর্তনকৃত ৬টি ঝাউগাছ উদ্ধার করা হয়। আটকৃত শাহজাহান নজিবপুর এলাকার মৃত ওহাব সিকদারের ছেলে। লিটন একই এলাকার মৃত রর্শিদ প্যাদার ছেলে।
নৌ-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গামতি ঝাউবাগান এলাকায় অভিযান চালিয়ে দেখা যায় বেশ কয়েকজন বনদস্যু ঝাউগাছ কেটে নিয়ে যাচ্ছে। পুলিশ এবং বন বিভাগের কর্মকর্তাদের দেখে তারা পালানোর চেষ্টা চালায়। পরে স্পীডবোড নিয়ে ধাওয়া করে দুই বনদস্যুকে আটক করা হয়।
মহিপুর বনবিভাগের রেঞ্জ অফিসার কালাম জানান, দীর্ঘ দিন যাবৎ এ চক্রটি মহিপুর রেঞ্জের বনবিভাগ থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে। আটকৃকতসহ ৫ জনের নামের একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।