২২ নভেম্বর ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গার দর্শনা বাসস্ট্যাণ্ড-মুজিবনগর সড়কের দর্শনা সুইপারপট্টি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মহিলার নাম উনিয়া (৬০)। তিনি দর্শনা সুইপারপট্টির মৃত নরেশের স্ত্রী। মঙ্গলবার (২৪শে নভেম্বর) বেলা ১২টা ৪০ মিনেটের সময় তিনি ট্রাক চাপায় নিহত হন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে ওই মহিলা সুইপারপট্টির সামনের এক দোকানে পান কেনার জন্য যান। এ সময় অসাবধানতাবশত তিনি এক ট্রাকের সাথে ধাক্কা মেরে সড়কের উপর পড়ে যান। এ সময় ট্রাকটির পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। তার মাথা একেবারে থেতলিয়ে গেছে। স্থানীয়রা আরও জানান, তিনি মৃগী রোগী ছিলেন। তবে এই দুর্ঘটনার জন্য ট্রাক ড্রাইভারের কোন দোষ ছিলোনা বলেও তারা উল্লেখ করেন। মঙ্গলবার বিকালে দর্শনায় কেরুর শ্মশানে ঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।