২২ নভেম্বর ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
-এস.এম.সুজন খান, বিশেষ প্রতিনিধিঃ- জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু’র মৃত্যুতে ভালুকা আঞ্চলিক সড়ক পরিবহণ শ্রমিকলীগের আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (২৩নভেম্বর) সন্ধায় স্থানীয় ওয়াহেদ টাওয়ারের পাশে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
কেন্দ্রীয় সড়ক পরিবহণ শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ও ভালুকা শাখার সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক শেখ জালাল উদ্দিনের সঞ্চালনায় মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আইয়ূব আলী খান, জাতীয় শ্রমিকলীগ ভালুকা আঞ্চলিক শাখার (সাবেক) আহবায়ক ও “মুক্তিযুদ্ধের চেতনায়” ভালুকা প্রেসক্লাবের সভাপতি এ.বি.এম জিয়া উদ্দিন বাসার, শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক খান,
যুবলীগের সহ-সভাপতি পলাশ মানিক, ছাত্রলীগের (সাবেক) সভাপতি হাজী নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের (সাবেক) আহবায়ক সাদিকুর রহমান তালুকদার, সড়ক পরিবহণ শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মকবুল আহম্মেদ, ইউনিয়ন সভাপতি সোহেল মোল্লাহ, মনিরুজ্জামান লিটন, মাওঃ আমির হামজা, শাহজাহান সিরাজ, পবিত্র সরকার সহ আরও অনেকে ।
এ সময় ভালুকা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদকসহ শ্রমিকলীগের সদস্য রাসেল, রোমান, ওয়াসিম, সড়ক পরিবহণ শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । স্মৃতি চারণ শেষে মরহুমের আত্তার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করে তবারক বিতরণ করা হয় ।