২২ নভেম্বর ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখতে স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ঝালকাঠি জেলা প্রশাসন।সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: হাফিজুর রহমান।জেলা প্রশাসক মো: জোহর আলী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো: মনিরুজ্জামান, ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক, জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য আলহাজ্ব মো.মনিরুল ইসলাম তালুদকার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদসহ চেম্বারের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: হাফিজুর রহমান জেলার সম্ভাবনা, সমস্যা, করণীয় বিষয়ে উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দেন।