২২ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
স্টাফ রিপোর্টারঃ
কর্মসূচিতে ভয়ঙ্কর করোনাভাইরাস এর লক্ষণ ও প্রতিরোধ বিষয়ক ধারণা প্রদান ও সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে দুপুর ১২ টার দিকে বরিশাল শহরের বিভিন্ন স্থানে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
করোনা ভাইরাসসহ অন্যান্য রোগের বিস্তার সীমিত পর্যায়ে রাখতে সাহায্য করে মাস্ক তবে এটার ব্যবহারই এককভাবে সংক্রমণ বন্ধ করতে যথেষ্ট নয় আর তাই ফ্রী মাস্ক বিতরণের পাশাপাশি কোন ভাইরাসের লক্ষণ ও প্রতিরোধ জনসচেতনতা মূলক ক্যাম্পেইন করা হয়।
নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে শুরু করে বিভিন্ন স্থানে এই ক্যাম্পেইনটি করা হয় এতে করে অন্যান্য শিক্ষার্থীরা করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হবেন বলে মনে করেন এই সংগঠনের সদস্যরা।
বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুন তরুনীদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব সৃষ্টি করে একে অপরের সাহায্য ও সহযোগিতা করা, দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম করে থাকে এই সংগঠনটি।