২২ নভেম্বর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স: নরসিংদীতে মাদক মামলায় সাবেক ছাত্রলীগ নেতা ও শীর্ষ সন্ত্রাসী নূরে আলমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ রবিবার (১৫ নভেম্বর) দুপুরে নরসিংদীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক রকিবুল ইসলাম শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তার বিরুদ্ধে ইতি পূর্বে বিভিন্ন থানায় দ্রুত বিচার আইনের মামলা সহ ৭/৮ টি মামলা বিচারাধীন আছে।
নূরে আলম নরসিংদী শহরের উত্তর সাটিরপাড়া রাঙ্গামাটিয়া এলাকার মৃত আব্দুল বাছেদের পুত্র। সে নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
এর আগে, বৃহস্পতিবার রাতে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করে।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপন কুমার সরকার জানায়, নূরে আলম নরসিংদী শহরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ইতিপূর্বে দ্রুত বিচার আইনে অনেকগুলো মামলা বিচারাধীন রয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে যুবসমাজকে নষ্ট করে আসছিলো। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এস আই মাহমুদুল হাসান মারুফ অভিযান চালিয়ে কাউরিয়াপাড়া এলাকা থেকে তাকে মাদকসহ গ্রেপ্তার করে। পরে আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আজ বিজ্ঞ আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দ্রুত নূরে আলমের সহযোগী ও তার আশ্রয়দাতাদেরকেও আইনের আওতায় আনা হবে জানান তিনি।