২২ নভেম্বর ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স: দীর্ঘ এক মাস সময় আত্মগোপনে থাকা বাক প্রতিবন্ধী ধর্ষন মামলার আসামী সোলমানকে গ্রেফতার করেছে মাধবদী থানাপুলিশ আজ শনিবার মাধবদী থানাধীন পাঁচদোনা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ইউসুফ আহমেদ এ তথ্য নিশ্চিত করে। পুলিশ জানায় বাক- প্রতিবন্ধী তরুনী বাড়ি কুড়িগ্রামের চরসুভারকুটি গ্রামে। কবিরাজপুর ছোট ভাইয়ের শশুড় বাড়িতে বেড়াতে আসলে পাশের বাড়ির মৃত কাদিরের কু-পুত্র সোলেমান গত ১৩ অক্টোবর সন্ধ্যায় প্রতিবন্ধী তরুনীকে ফুসলিয়ে হযরত আলির গরুর খামার ঘরে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরোদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষনের ঘটনায় ঐ দিন রাতে ধর্ষিতার ছোট ভাইয়ের বউ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচার চেয়ে মাধবদী থানায় মামলা রুজু করে। এর পর থেকে ধর্ষক সোলেমান পলাতক ছিলো। কিন্তুু দীর্ঘ এক মাস পর হলেও আজ শেখেরচর মাজার বাসস্ট্যান্ড থেকে সোলেমানকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। পরে গ্রেফতারকৃত ধর্ষক সোলায়মানকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।