২২ নভেম্বর ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে সুবাতাস বানারীপাড়ায় ভূমিকম্পে মুহুর্তে বসতবাড়ি সন্ধ্যা নদী গর্ভে বিলীণ ছারছীনার পীর সাহেব হুজুরের বরিশাল আগমন উপলক্ষে আগামীকাল শনিবার ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
মুলাদীত আউয়াল-শামছুনাহার সাসাইটির ফ্রি মডিকল ক্যাম্প। আজকের ক্রাইম-নিউজ

মুলাদীত আউয়াল-শামছুনাহার সাসাইটির ফ্রি মডিকল ক্যাম্প। আজকের ক্রাইম-নিউজ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি \
মুলাদীত মুজিব শতবর্ষ উপলক্ষ বিনামূল্য চিকিৎসা সবা ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়াজন করছন সামাজিক সংগঠন আউয়াল-শামছুনাহার ওয়লফয়ার সাসাইটি। গতকাল শুক্রবার দিনভর উপজলার কাজিরচর ইউনিয়নর চরকমিশনার গ্রাম বগম শামছুনাহার শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয় মাঠ এ ফ্রি মডিকল ক্যাম্পর আয়াজন করা হয়ছ। এত সভাপতিত্ব করন সংগঠনর সভাপতি ও কাজিরচর ইউপি চয়ারম্যান আলহাজ্ব মটু বিশ্বাস। প্রধান অতিথি ছিলন স্বরাষ্ট্র ম¿ণালয়র অতিরিক্ত সচিব ড. মা. হারুন অর রশিদ বিশ্বাস। আউয়াল-শামছুনাহার ওয়লফয়ার সাসাইটির সাধারণ সম্পাদক কবির হাসন হাওলাদারর পরিচালনায় এসময় উপ¯িত ছিলন মলাদী উপজলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. আব্দুল বারী, এএসপি (মুলাদী সার্কল) মাঃ মতিউর রহমান, উপজলা ভাইস চয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, মুলাদী থানা অফিসার ইনচার্জ মা. ফয়জ উদ্দীন মধা, উপজলা আ’লীগর সাবক কষি বিষয়ক সম্পাদক ওমর ফারুক, বীরমুক্তিযাদ্ধা মাঃ দলায়ার হাসন রাঢ়ি, একাডমিক সুপারভাইজার মাস্তাফিজুর রহমান, দক্ষিণ কাজিরচর মাধ্যমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক মাঃ আবুল হাসন বিশ্বাস, ডা. রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ আকাশসহ ¯ানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য ড. মা. হারুন-অর-রশিদ বিশ্বাস বলন, সমাজর তণমূল দরিদ্র ও সুবিধা বঞ্চিত সাধারণ মানুষর কথা চিÍা কর বিশষজ্ঞ চিকিৎকদর সম^য় ফ্রি মডিকল ক্যাম্পর উদ্যাগ নওয়া হয়ছ। সুবিধা বঞ্চিত মানুষর জন্য কল্যাণমূখী বিভিন কর্মসুচির উদ্যাগ নব আউয়াল-শামছুনাহার ওয়লফয়ার সাসাইটি।
মডিকল ক্যাম্প গাইনি বিশষজ্ঞ ও সার্জন ডাঃ তানিয়া আফরাজ, মডিসিন ও সার্জারি বিশষজ্ঞ ডাঃ আমাতুজ জাহরা মনিতা, চর্ম ও যন রাগ বিশষজ্ঞ ডাঃ মাঃ হারুন-অর-রশিদ, কার্ডিয়াক মডিকল অফিসার ডাঃ শামীম গাজী প্রায় পাঁচ শতাধিক মানুষর চিকিৎসা সবা প্রদান করছন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019