২২ নভেম্বর ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স:: বরিশাল রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান। এছাড়াও এ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন পিরোজপুর জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অপরাধীদের আইনের আওতায় আনা, বিভিন্ন জটিল মামলার রহস্য উদঘাটন, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমনে একাগ্রভাবে কাজ করে যাওয়ায় ও সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) সভা অনুষ্ঠিত হয়। সভায় মাসিক অপরাধ পর্যালোচনায় (সিআইএমএস) কার্যক্রম পরিচালনাকারী হিসেবে বরিশাল রেঞ্জের মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামানকে শ্রেষ্ঠ ওসি ও পিরোজপুর জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খানকে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত করা হয়।
এ সময় বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই দুই কর্মকর্তাকে পুরস্কার হিসেবে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন। এ সভায় রেঞ্জ পুলিশের কর্মকর্তারা ও সব জেলার পুলিশ সুপার উপস্থিত ছিলেন।