২২ নভেম্বর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
চুয়াডাঙ্গায় নারীসহ চার মাদক ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। রবিবার (৮ই নভেম্বর) বেলা সাড়ে ১১টার সময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের নিকট হাজির হয়ে তারা আর কোনদিন মাদক ব্যাবসা না করার অঙ্গীকার করে।
আত্মসমর্পণকৃত মাদক ব্যবসায়ীরা হলো দামুড়হুদা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের জমির আলীর ছেলে জহুরুল @ সুন্নত আলী (৩৮), একই গ্রামের বানাত আলীর ছেলে সাইফুল ইসলাম (৫০), মৃত মইজ উদ্দিনের ছেলে তুতা ফকির (৫৫) এবং ইব্রাহিম আলীর স্ত্রী রহিমা আক্তার ডলি (৩২)।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ কর্তৃক পরিচালিত মাদকবিরোধী সাঁড়াশি অভিযানের ফলে কোণঠাসা হয়ে পড়ে এর আগেও অনেক চিহ্নিত মাদক ব্যবসায়ী পুলিশ সুপার জাহিদুল ইসলামের নিকট হাজির হয়ে মাদক ব্যাবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।
এ সময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, মাদক ব্যাবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাদের সর্বাত্মক সহযোগিতা করবে পুলিশ। কিন্তু আত্মসমর্পণ করার পরে তারা যদি পুনরায় মাদক ব্যাবসার সাথে সংশ্লিষ্ট হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।