২২ নভেম্বর ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
‘বঙ্গবন্ধুকে হত্যার পর কি নরপশুরা
বুঝেছিল কী করেছে ওরা”
শীর্ষক প্রবন্ধের জন্য প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি ‘ডিআরইউ বঙ্গবন্ধু সম্মাননা স্মারক’ পুরস্কার লাভ করেছেন। সম্প্রতি তথ্য মন্ত্রী ডঃ হাসান মাহমুদ এ সম্মাননা স্মারক প্রদান করেন। সাংবাদিক সোহেল সানি
করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ডিআরইউ’র সদস্যদের সম্মানে তার এ সম্মাননা স্মারক পুরস্কার উৎসর্গ করেছেন। প্রসঙ্গত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ দিন ব্যাপি ডিআরইউ রজতজয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য সাংবাদিক সোহেল সানি জীবনের ঝুঁকি নিয়েে রক্ত দিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্পত্তি রক্ষা করেছিলেন। সেই সম্পত্তিতে সংগঠনটির নিজস্ব আধুনিক কার্যালয় নির্মাণ করা হচ্ছে। তার এ রক্তের অবদান সাংবাদিকরা কৃতজ্ঞ চিত্তে সর্বদা স্মরণ করে থাকেন। এদিকে বরিশালের বানারীপাড়ার কৃতী সন্তান গুনী সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি ডিআরইউ’ বঙ্গবন্ধু সম্মাননা স্মারকে ভূষিত হওয়ায় বানারীপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ###