২২ নভেম্বর ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে সুবাতাস বানারীপাড়ায় ভূমিকম্পে মুহুর্তে বসতবাড়ি সন্ধ্যা নদী গর্ভে বিলীণ ছারছীনার পীর সাহেব হুজুরের বরিশাল আগমন উপলক্ষে আগামীকাল শনিবার ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
নববধূকে ‘প্রাপ্তবয়স্ক’ করতে সেই ইউপি চেয়ারম্যানের কাণ্ড। আজকের ক্রাইম-নিউজ

নববধূকে ‘প্রাপ্তবয়স্ক’ করতে সেই ইউপি চেয়ারম্যানের কাণ্ড। আজকের ক্রাইম-নিউজ

আজকের ক্রাইম ডেক্স:: গত রোববার (১ নভেম্বর) ১৪ বছরের এক কিশোরীকে বিয়ে করে চাঞ্চল্যের সৃষ্টি করেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান আবু তালেব সরকার। ৪৫ বছরের চেয়ারম্যানের সঙ্গে কিশোরীর বাল্যবিয়ের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। সেই সমালোচনা ঢাকতে ইউপি চেয়ারম্যান আবু তালেব ঘটিয়েছেন আরেক কাণ্ড।
জালিয়াতির মাধ্যমে সদ্য বিবাহিত স্ত্রীর বয়স পিইসি (প্রাথমিক সমাপনী) পরীক্ষার সনদে বাড়িয়ে তার পক্ষের লোকজন দিয়ে বিয়েটি ‘বাল্যবিয়ে’ নয় বলে প্রচারণা চালান। কিন্তু অনুসন্ধানে ওই কিশোরীর প্রাথমিক সমাপনী (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) সনদ হাতে পাওয়ার পর জালিয়াতির বিষয়টি উঠে আসে।

পিএসসি ও জেএসসি সনদে ওই কিশোরীর জন্ম তারিখ ২৩-০৯-২০০৩ উল্লেখ রয়েছে। সে হিসেবে তার বর্তমান বয়স ১৭ বছর ১ মাস ১২ দিন।

চেয়ারম্যানের এমন প্রতারণার বিষয়টি ফাঁস হলে নতুন করে সমালোচনার মুখে পড়েন তিনি। আইনের চোখ ফাঁকি দিয়ে একজন ইউপি চেয়ারম্যান বাল্যবিয়ে করলেও প্রশাসনের নির্বিকার ভূমিকা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দোলন গ্রামের প্রতিবন্ধী ওসমান গনি সরকার ওরফে বাচ্চুর নবম শ্রেণি পড়ুয়া মেয়ে বর্নিতা ওসমান বর্নির সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে ইউপি চেয়ারম্যান আবু তালেবের। এরপর হতদরিদ্র ওই কিশোরীর পরিবারটিকে নানাভাবে আর্থিক সহায়তার প্রলোভন দেখাতে থাকেন তিনি।

এক পর্যায়ে গত রোববার (১ নভেম্বর) রাতে মেয়েটির পরিবারের লোকজন ৬ লাখ টাকা দেনমোহর ধার্য করে চেয়ারম্যানের সঙ্গে বিয়ে দেন। তবে এর আগেও ওই ইউপি চেয়ারম্যানের স্ত্রী ও কলেজপড়ুয়া এক মেয়ে রয়েছে।

ভুয়া সনদের লিপিকার জোবাইদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৎকালীন সহকারী শিক্ষক মেহেরুল ইসলাম বলেন, এ ব্যাপারে প্রধান শিক্ষক ভালো বলতে পারবেন। আমি কিছু জানি না।

প্রধান শিক্ষক প্রবীর কুমার রায় বলেন, ডিআর অনুযায়ী ওই শিক্ষার্থীর পিইসি সনদ প্রদান করা হয়। তবে কিভাবে এমনটা হলো বুঝতে পারছি না। তদন্ত করলে সত্যতা বেরিয়ে আসবে।

বুড়াবুড়ী ইউপি চেয়ারম্যান আবু তালেব জানান, বিয়ের মজলিশে তারা পিইসির সনদে যে কাগজ দিয়েছেন সেখানে ২৩-০৯-২০০০ সাল উল্লেখ ছিল। সেই সনদ দিয়েই কাজী বিয়ে রেজিস্ট্রি করেছেন। ওই মুহূর্তে তারা জন্মনিবন্ধন দেখাতে পারেননি। আমি দুই দিন পর ইউনিয়ন পরিষদ থেকে জন্ম সনদ তুলে ওই বয়স পেয়েছি।

বর্নির চাচা বুড়াবুড়ী ইউনিয়ন পরিষদের চৌকিদার আবু বক্কর জানান, বর্নির বিয়ে তার স্কুলের সনদ অনুযায়ী কাজী দ্বারা সম্পন্ন করা হয়েছে। অনেকেই এটার বিরোধীতা করছে। কাজী এত বোকা নন যে সনদ ছাড়া বিয়ে দেবেন।

কুড়িগ্রাম জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্রাহাম লিংকন বলেন, এটা ফৌজদারি অপরাধ। ঘটনার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়নি। তবে তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়েরের সুযোগ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019