২২ নভেম্বর ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
স্টাফ রিপোর্টারঃ
ঝালকাঠিতে স্বপ্নপূরন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স:) পালিত হয়েছে। শুক্রবার বিকালে ঝালকাঠি বাস ষ্ট্যান্ড রোডস্থ সংস্থার কার্যালয় প্রাঙ্গনে সংগঠনের সভাপতি মো: রিয়াজ খান অশ্রুর সভাপতিত্বে মহানবীর জীবনীর উপর আলোচনা করেন বাসষ্ট্যান্ড জামে মসজীদের সানি ইমাম মো: আশিক বিল্লাহ, সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক মো: ছবির হোসেন, ছাত্রলীগ জেলা সাধারণ সম্পাদক এসএম আল আমিন, রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের বিভাগীয় প্রধান প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু, প্যারেন্টস প্রেয়ার কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ মো: আলমগীর হোসেন প্রমুখ।আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের জামাল,রানা,ছালাম,সিরাজুল,নজরুল ইসলাম,নুরুল ইসলাম, আল আমিন, মাসুম বিল্লা টিটো,সহ অনান্য সদস্যগন।
সভায় হযরত মুহাম্মদ (স:) এর জীবনী উপর সংক্ষিপ্ত আলোচনা করা হয় এবং ফ্রান্সে মহানবীকে ব্যঙ্গ করায় উহার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। আলোচনা ও দোয়া মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।