২২ নভেম্বর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স:: বরিশাল সদর উপজেলার সাড়শি এলাকায় ভাঙা সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে ফজল খান (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ওই এলাকার এতিমখানা সংলগ্ন সড়কে লাকুটিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলু খান বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা এলাকার বাসিন্দা। তিনি পেশায় স্যানিটারি ব্যবসায়ী ছিলেন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, দুপুরে ফজুল খান মালামাল নিয়ে বরিশাল থেকে নিজ বাড়ি যাওয়ার সময় লাকুটিয়া এলাকায় রাস্তা ভাঙা থাকায় ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে পৌছানের আগেই তার মৃত্যু ঘটে।