২২ নভেম্বর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
জলিলুর রহমান স্টাফ রিপোর্টার
বিপুল আনন্দ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বরগুনার তালতলীতে কড়ইবাড়িয়া বাজার সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(০২ নভেম্বর) সকাল ৯ টার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে শেষ হয় বিকাল ৪ টায়। পরে গণনা শেষে সন্ধা ৭টায় ফল ঘোষণা করা হয়।
মোট ২৬১ টি ভোটারের মধ্যে কার্যকরী পরিষদের ৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয় । এতে সাধারণ সম্পাদক,সাংগঠনিক ও কোষাধ্যক্ষোসহ ৩ টি পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. নান্নু সিকদার। বাকি পদ গুলোতে পরবর্তী কার্যনির্বাহী পরিষদের মিটিং এ কো-য়াপ করে সিদ্ধান্ত নেয়া হবে।
নির্বাচনে ফুটবল প্রতীকে ১২০ ভোট পেয়ে ব্যবসায়ী সমিতির সেলিম মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা তালুকদার মোড়ক প্রতীকে পান ১১০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে তালাচাবি প্রতীকে ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মজনু মুসুল্লি। তার নিকটতম রহিম দফাদার গোলাপ ফুল প্রতীকে পান ৭৬ ভোট। কোষাধ্যক্ষ পদে সিদ্দিক বয়াতী বই প্রতীকে ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফোরকান মোল্লা টেলিভিশন প্রতীক নিয়ে ৭৩ ভোট পায়।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জালাল গাজী। নির্বাচন পরিচালনায় ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।