২২ নভেম্বর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
আরিবা আনিশা বয়স চার বছর ছুঁই ছুঁই। পিতা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো, স¤্রাট বেপারী। সন্ধ্যা নদীর তীরবর্তী বরিশালের বানারীপাড়া পৌর শহরের ২নং ওয়ার্ডে তাদের বসতবাড়ি। ছোট্ট আরিবা আনিশার শিশুমনে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য অবগাহনের আকুতি। তাইতো প্রতিদিন বিকালে পিতার সঙ্গে ছুঁটে যান নদীর সৌন্দর্য অবগাহন করতে। নদীর পানে তন্ময় হয়ে তাকিয়ে থেকে আনিশার শিশুমন কি যেন খুঁজে ফেরে। ওর মাঝে খুঁেজ পাওয়া যায় কবিরূপ। ছোট্ট এ শিশুটিই হয়তো আগামীর কোন আলোকিত নারী। শিশু আনিশা রাতের বেলাও বাবার সঙ্গে নদীর পাড়ে গিয়ে চাঁদ মামাকে খুঁজে ফেরে। নদীর পাড়ের বাঁধের আদলে গড়া রাস্তার সৌর বিদ্যুতের পোষ্টে বসে থেকে আনিশার নদী ও চাঁদের সৌন্দর্য উপভোগ ওর বাবা-মাকেও আন্দোলিত করে। ###