২২ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তেতুলিয়ায় দোয়া ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে চৌরাস্তায় খন্দকার মার্কেটে উপজেলা যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্পীকার ব্যারিষ্টার জমিরউদ্দীন সরকার ও যুবদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি আব্দুল খালেক, ওয়াহেদ প্রধান সহ বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের প্রয়াত সকল নেতাকর্মীর রুহের মাগফেরাৎ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক শাহাদৎ হোসেন রন্জু। যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসাইন নয়ন ও ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব রেজাউল করিম শাহিন, সাবেক সভাপতি মহসীন প্রধান, যুগ্ম আহবায়ক আবু সাঈদ মিয়া, আলমগীর হোসাইন, যুবদলের যুগ্ম আহবায়ক হামিদুল হাসান লাবু, জাহাঙ্গীর আলম, সামিউল করিম, রাসেদুজ্জামান লিটন, ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল ও সদস্য সচিব সবুজ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা দুর্নীতি, দুঃশাসন, সারাদেশে গুম খুন ও ধর্ষণের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়ার আহবান জানান