২২ নভেম্বর ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স:: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কতুবা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে ফারজানা আক্তার (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে পুলিশ রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় গৃহবধূর স্বামী আমিনুল ইসলামকে আটক করে। শুক্রবার সন্ধ্যার আগ মুহূর্তে লাশটি উদ্ধার ও স্বামীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিকদের জানান, স্বামী পরিবারের দাবি গৃহবধূ ফারজানা নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। এছাড়া তার বাবার পরিবার এই মৃত্যুকে হত্যা বলে অভিযোগ তুলেছে, এই কারণে জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে নিয়ে আসা হয়েছে। তাছাড়া এটাও নিশ্চিত হওয়া যায়, স্বামী-স্ত্রী মধ্যে দীর্ঘদিন পারিবারিক কলহ ছিল।
ওসি জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এর আগে লাশের সুরতাহল করা হলে শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।’