২২ নভেম্বর ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে সুবাতাস বানারীপাড়ায় ভূমিকম্পে মুহুর্তে বসতবাড়ি সন্ধ্যা নদী গর্ভে বিলীণ ছারছীনার পীর সাহেব হুজুরের বরিশাল আগমন উপলক্ষে আগামীকাল শনিবার ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
এক মেশিনেই ৪২টি রোগ নির্ণয় করতেন দাখিল পাস চিকিৎসক! আজকের ক্রাইম-নিউজ

এক মেশিনেই ৪২টি রোগ নির্ণয় করতেন দাখিল পাস চিকিৎসক! আজকের ক্রাইম-নিউজ

অনলাইন ডেস্ক :: মাদরাসা থেকে দাখিল পাস করে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক বলে পরিচয় দিতেন। পাবনা শহরের প্রাণকেন্দ্র থানাপাড়ায় একটি বহুতল ভবনে গড়ে তুলেছিলেন কথিত চিকিৎসাকেন্দ্র। তার প্রতিষ্ঠানের একযন্ত্রে রোগীর হাত রেখেই ৪২ রোগ শনাক্ত করতেন, দিতেন ব্যবস্থাপত্র। এভাবে নিরীহ জনসাধারণকে গত একবছর ধরে প্রতারিত করা আকবর হোসেন নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে পাবনা সদর থানার কাছে আটতলা ভবনের চারতলায় ইউনি ওয়ার্ল্ড সার্ভিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে তার বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়ের হয়েছে।

প্রতারক আকবর পাবনা পৌর সদরের নয়নামতি মহল্লার মৃত শমসের আলীর ছেলে। তিনি পাবনা সদর উপজেলার দাপুনিয়া দাখিল মাদরাসা থেকে দাখিল পাস করেন। গত একবছর ধরে এ প্রতারণা চালিয়ে আসছিলেন আকবর।

পুলিশ ও এ প্রতিষ্ঠানে কর্মরতদের সঙ্গে কথা বলে জানা গেছে, আকবর হোসেন একটি বহুতল ভবনের তিনটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। আপাতদৃষ্টিতে চাকচিক্য এ অফিসে তিনি ছিলেন কথিত সর্বরোগের বিশেষজ্ঞ চিকিৎসক। নিজেকে এলোপ্যাথিক ও আয়ুর্বেদ চিকিৎসক বলে পরিচয় দিতেন। তিনি তার অফিসে কম্পিউটারের মাধ্যমে কথিত চিকিৎসা দিতেন। তার যন্ত্রে (স্ক্যানিং মেশিন) রোগীদের হাত রাখতে বলতেন। তিনি রোগীদের বলতেন- তিনি অন্তত ৪২টি রোগ তাৎক্ষণিক শনাক্ত করে চিকিৎসা দিয়ে থাকেন। সাধারণ রোগীদের সরলতার সুযোগ নিয়ে তিনি চিকিৎসা ও ওষুধবাবদ হাতিয়ে নিতেন রোগীপ্রতি আট থেকে ১০ হাজার টাকা।

এদিকে আকবর হোসেন তার ব্যবসা চালু করার জন্য আকর্ষণীয় বেতনের লোভ দেখিয়ে জামানত নিয়ে প্রায় অর্ধশত নারী-পুরুষকে নিয়োগ দেন তার প্রতিষ্ঠানে। তার নিয়োগ করা স্বাস্থ্যকর্মীদের বেতন ছাড়াও রোগী নিয়ে আসতে পারলে কমিশন দিতেন।

ইউনি ওয়ার্ল্ড সার্ভিসের স্বাস্থ্যকর্মী ফারজানা লাবণী জানান, প্রতিষ্ঠান মালিকের কথায় বিশ্বাস করে তিনি তার বেশ কয়েকজন স্বজন ও প্রতিবেশীকে চিকিৎসা গ্রহণের জন্য রাজি করিয়ে এই চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসেন। হাতের স্ক্যান করার জন্য এক হাজার টাকা ও পরে প্যাকেজ হিসেবে রোগনির্ণয় এবং ওষুধবাবদ আট থেকে ১০ হাজার টাকা করে নেয়া হয় তাদের কাছ থেকে।

ওষুধের কোর্স সম্পন্নের পরও কোনো রোগীই সুস্থ না হওয়ায় রোগীরা তাকে নানা প্রশ্ন করেন। তখন এ স্বাস্থ্যকর্মীর মনে সন্দেহ হয় বলে তিনি জানান। একই ধরনের বাজে অভিজ্ঞতার কথা জানান প্রতিষ্ঠানটির স্বাস্থ্যকর্মী আবু তালেব, নাদিরা, আফরিন, শারমিন, সালমা, নাজমুল, আজিজুলসহ বেশ কয়েকজন।

প্রতিষ্ঠানটির সাবেক স্বাস্থ্যকর্মী মনিরা পারভীন বলেন, প্রতিষ্ঠানটির পরিচালকের ডাক্তারিবিদ্যা নিয়ে সন্দেহ হওয়ায় চাকরি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেন তিনি। স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়োগ পাওয়া সবাই বিষয়টি বুঝতে পেরে তাদের বকেয়া বেতনও দাবি করেন। এতে আকবর হোসেন নানা টালবাহানা শুরু করেন। বিষয়টি তারা কয়েকজন সংবাদকর্মীকেও জানান।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, ওই প্রতিষ্ঠানে কর্মরত ভুক্তভোগীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বুধবার রাতে ইউনি ওয়ার্ল্ড সার্ভিসের অফিসে অভিযান চালায়। প্রতিষ্ঠানের মালিক ও পরিচালক আকবর হোসেন চিকিৎসাবিষয়ক কোনো ডিগ্রির সনদ দেখাতে পারেননি। তার প্রতিষ্ঠানের অনুমােদন এমনকি স্বাস্থ্য পরীক্ষা করার কোনো অনুমতিপত্রও দেখাতে পারেননি। তিনি মাদরাসা থেকে দাখিল পাস করেছেন বলে জানান। তাহলে তিনি নামের আগে কীভাবে ডাক্তার লিখে চিকিৎসা দিচ্ছেন তারও সদুত্তর দিতে পারেননি।

ওসি আরও জানান, বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এবং ওই প্রতিষ্ঠানের সাবেক স্বাস্থ্যকর্মী জাকির হোসেন বাদী হয়ে সদর থানায় প্রতারণা মামলা দায়ের করেছেন। মামলায় আকবর হোসেনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পাবনা জেনারেল হাসপাতালের কনসালট্যান্ট ডা. আকসাদ আল মাসুর আনন জানান, স্পর্শের মাধ্যমে একসাথে ৪২ রোগের পরীক্ষা করা যায় এমন কোনো মেশিন তিনি দেশে-বিদেশে আজ পর্যন্ত দেখেননি। কোনো হাসপাতালে এমন ব্যবস্থা আছে বলেও তার জানা নেই। বিষয়টি পুরোপুরি প্রতারণা।

পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, ইউনি ওয়ার্ল্ড সার্ভিস নামে কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান তাদের কাছ থেকে অনুমোদন নেয়নি। এ ভূঁইফোঁড় প্রতিষ্ঠান সম্বন্ধে জেলা স্বাস্থ্যবিভাগ কিছু জানেও না। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019