২২ নভেম্বর ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মঠবাড়িয়া প্রতিনিধি :: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বশির নামে এক ঘুমন্ত যুবকের গলা কেটে হত্যা চেষ্টা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) রাত ১১ টার দিকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় এ হত্যাচেষ্টা করা হয়। গুরুতর আহত বশির বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত বশির তুষখালী ইউনিয়নের ৮ নং শাখারীকাঠি গ্রামের মৃত. আঃ সালাম মুন্সীর পুত্র।
জানা গেছে, বুধবার রাত ১১ টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে বশিরের গলা কেটে হত্যার চেষ্টা করে। এ সময় বশির ও তার পরিবারের লোকজন চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ও এলাকার লোকজন ছুটে এসে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেবাচিমে নিয়ে যাওয়া হয়।
স্হানীয় একটি সূত্রে এ ঘটনায় প্রতিবেশী নিজাম,সেলিম ও কবির গংদের যোগসাজশ থাকতে পারে বলে ধারণা করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হচ্ছে।”