২২ নভেম্বর ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক:: টাঙ্গাইলের কালিহাতীতে একই রশিতে ঝুলতে থাকা প্রেমিক-প্রেমিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার রাজাফৈর পল্পনপাড়া এলাকা থেকে নিহতদের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- উপজেলা রাজাফৈর পল্পনপাড়া এলাকার আলেয়া (৩৯) এবং শাহ্জাহান (৩৫)। নিহতদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল এবং তারা বিয়েও করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাহেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিমান করে তারা একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আরও তদন্ত করে বিস্তারিত জানানো হবে।’