২২ নভেম্বর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : উপজেলার দেবনগড় ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে লিয়ন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দেবনগড় ইউনিয়নের মাঝগ্রাম নামক গ্রামে এই ঘটনাটি ঘটে। মৃত লিয়ন একই গ্রামেরর জাহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় লিয়নের বাবা বাড়ির পাশেই পুকুরে মাছ ধরতে যায়। এসময় সবার অজান্তে লিয়ন বাবার পিছু নিয়ে পুকুরের পাশে চলে যায়। এ সময় হঠাৎ পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বাড়িতে তাকে না পেয়ে তার মা খোঁজাখুজি শুরু করলে একপর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখে লোকজন।
তেতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের অফিসার পাঠিয়েছি।
জাবেদুর রহমান জাবেদ