২২ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়া উপজেলায় জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার ১২ অক্টোবর সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগের আয়োজনে দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. শাহ জাহান হাওলাদার,সাধারণ সম্পাদক মো. সুলতান হোসেন মীর,বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুর রহমান সুকা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হারেচ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ মো. ছালেক হোসেন মীর, পৌর শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মো. হারুনার রশিদ, বাইশারী ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. মিলন ঘরামী প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড শ্রমিক লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ###