২২ নভেম্বর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আনোয়ার হোসেন :: বরিশাল সদর উপজেলার ১০ নং চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর বাজারের সঙ্গে ১১২ নং পঞ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পাশে খালের পাশে সরকারি জমিতে অবৈধভাবে কে বা কাহারা যেনও সরকারি জমি দখল করে দোকানঘর উত্তল করেন, এমন সংবাদের সূত্রধরে ঘটনা স্থানে গিয়ে দেখা যায় প্রায় ২০ থেকে ৩০ জন লোকে খালের ভিতরে দোকানঘর উত্তল করেন। রাস্তার উপরে কিছু সংখ্যক লোক দারিয়ে দারিয়ে সহযোগীতা করছে এক সহযোগীর কাছে জানতে চাওয়া হয় এখানে দোকানঘর কে তুলে এমন প্রশ্ন কড়ার সাথে সাথে আবদুল হালিম মাস্টার নামে লোকটি প্রতিনিধিকে গালিগালাজ সহ মটর সাইকেল পুরিয়া দেওয়া এবং চাঁদাবাজির অভিযোগ তুলে মানহানি ও বেইজ্জতি করাসহ প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে সদর উপজেলার মজিদ খান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল হালিম হাওলাদারের বিরুদ্ধে।
হুমকি দেওয়ার বিডিও রেকর্ডটি অনুসন্ধান ২৪ এর হাতে এসেছে।
এ ঘটনায় আনোয়ার হোসেন শুক্রবার (৯ অক্টোবর ) দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন।
বিডিওতে দেখা গেছে, প্রথমে শিক্ষক হালিম সাংবাদিককে গালিগালাজ করতে করতে সামনে এসে ভূমি কর্মকর্তার পরিচয় দিয়ে হালিমের লোকজন একত্রিত করে লাঞ্ছিত, বেইজ্জতি, অমানবিক আচারন এবং মটর সাইকেল পুড়িয়ে দেওয়া সহ বিভিন্নভাবে হুমকি প্রধান করার দৃশ্য বিডিওতে দেখা গেছে।
এ সময় শিক্ষক আবদুল হালিম তার পরিচয় দিয়ে বলেন, ভূমি কর্মকর্তা (এ্যাসিল্যান্ড) আমাদের জমি দখলের অনুমতি দিয়েছে তুই কেনও চাঁদাবাজি করতে এসেছো। তোরা সাংবাদিকরা চাঁদাবাজ সেখানেই যাও সেখানেই মানুষের কাছ থেকে চাঁদাবাজি করো।
সে আরো বলে, ইউএনও জানে আমরা দোকানঘর তৈরি করি।
সাংবাদিককে শাসিয়ে তিনি আরও বলেন, ‘তুমি কত বড় সাংবাদিক হয়ে গেছো যে আমার মত একজন শিক্ষককে প্রশ্ন করো? আমি হালিম মাস্টার বহু পত্রিকায় আমার নামে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ প্রকাশ হয়েছে এমনকি অনেক অভিযোগ ইউএনও কাছে দেওয়া হয়েছে কিছুই হয়নি আমার।
তিনি বলেন, আমি জানি তার কাছেই ফোন করবি সে কি ব্যবস্থা নিবে। সে আজ আছে, কাল থাকবেনা। তার মতো অনেক ইউএনও এসেছে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েও কোনও কিছুই করতে পারেনি। আমি ঠিকিই আমার বাড়িতে বসে চাকুরী করি আর যতো দিন আছি এলাকাই চাকুরী করবো। তা নাহলে কি আওয়ামীলীগ করি?
তবে শিক্ষক হালিমের অবৈধভাবে সরকারি জমি দখল ও সাংবাদিককের সাথে এমন আচারনের বিষয় ইউনিয়ন চেয়ারম্যান আবদুল আজিজ মাস্টার প্রতিনিধিকে বলেন, একজন লোক সে আমার কাছে জানতে পারে এমনকি সরকারি জমি অবৈধ ভাবে দখলের খবর শুনে ঘটনা স্থানে যেতে পারে তার জন্য তার সাথে এমন আচারন করবে সেটা তো ঠিক না। তাহাতে সে যেই হউক না কেনও।
এ ব্যাপারে সদর উপজেলা ভুমি কর্মকর্তা মেহেদি হাসান বলেন, একদিকে সে শিক্ষক হয়ে অবৈধ ভাবে সরকারি জমি দখল করছে অন্য দিকে আবার সাংবাদিক তর্থ সংগ্রহ করতে গেছে তার সাথে খারাব আচারন করছে।
তিনি বলেন, যদি আমার নাম ব্যবহার করে অবৈধভাবে সরকারি জমি দখল করে এবং সাংবাদিক তর্থ সংগ্রহ করতে গিয়ে যদি তার ধাড়া অপমান হয় তাহলে তার বিরুদ্ধে আইনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বন্দর থানার ডিউটি অফিসার (এস আই) অলোক বলেন, এ ঘটনায় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ করেছেন।
শিক্ষক হয়ে সরকারি জমি দখলসহ সাংবাদিককে হুমকি বিষয় ইউএনও বলেন, সরকারি জমি অবৈধভাবে দখলকারী ও সাংবাদিকের সাথে এমন আচারনকারীদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিবো।