২১ নভেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোবারক হোসন, খাগড়াছড়ি: বাংলাদেশ পল্লী উনয়ন বোর্ড বিআরডিবি খাগড়াছড়ি জেলা কার্যালয়ের উদ্যাগে কর্মকর্তা-কর্মচারীদের কাজের দক্ষতা বদ্ধি ও কাজের প্রতি উৎসাহ বাড়াতে দিন ব্যাপি এক কর্মশালা ও পুরস্কার বিতরণর আয়োজন করা হয়ছে। ১০অক্টাবর মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সভা কক্ষ এ কর্মশালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি বিআরডিবির উপ-পরিচালক মা: কামাল উদ্দিন অনুষ্ঠান সভাপতির বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসব উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, পার্বত্য চট্টগ্রাম টেকসই সামাজিক উন্নয়ন প্রকল্পর উপ-প্রকল্প ব্যাপক মা: মতিউর রহমান। বক্তব্য রাখেন, রামগড় উপজেলা পল্লী উনয়ন কর্মকর্তা মা: মফিজুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা পল্লী উনয়ন কর্মকর্তা মা: হুমায়ূন কবির, সদর উপজলা পল্লী উনয়ন অফিসার মিতালী সেন, মানিকছড়ি ইউসিসিএলি: পরিদর্শক মা: জাহাংগীর আলম, রামগড় সমাজ উনয়ন প্রকল্পর মাঠকর্মী মা: হানিফ মিয়া প্রমুখ।
এর আগে কর্মকর্তা-কর্মচারীদর বছরে ৬০ঘটা প্রশিক্ষণ, ই-নথি ব্যবহার এবং সরকারি বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম ডিজিটাল পদ্ধতি ব্যবহার উপর কর্মশালায় প্রশিক্ষক ছিলেন জেলা তথ্য বিভাগের সহকারি প্রাগ্রমার সলিল চাকমা। কর্মশালায় তথ্য বাতায়ন সংক্রান্ত, সমিতি ও দল গঠন ব্যবস্থাপনা, ঋণ বিতরণ কার্যক্রমসহ কর্মকর্তা-কর্মচারীদর দায়িত্ব,কর্তব্য সম্পর্কে নানা বিষয় কর্মশালায় আলাচনা প্যধ্যান্য পায়। বিআরডিবির কার্যক্রমকে আরো গতিশীল করতে কাজের মূল্যায়ন কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কার প্রদান খাগড়াছড়ি বিআরডিবির উপ-পরিচালকর এ প্রসংশনীয় উদ্যাগ কর্মকান্ডর নতুন মাত্রা যোগ করবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।