২২ নভেম্বর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মো: কামরুজ্জান, দর্শনা থানা প্রতিনিধি :::-
পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মৃত আজিজ তরফদারের ছেলে মো: মনিরুল ইসলাম(৪০) জোরপূর্বক রাস্তার জমিতে বেআইনিভাবে ইটের বাড়ি নির্মাণ করলেন।
মদনা গ্রামের স্কুলপাড়ায় বসবাস করছেন প্রায় অর্ধশত পরিবার। এই অর্ধশত পরিবারের যাতায়াত ব্যবস্থার একটি মাত্র রাস্তা। রাস্তাটি মূলত ছয় ফুট চওড়া। দৈনন্দিন জীবনে সকলের ব্যবহার পরিপূর্ণ, এই রাস্তাটি।
কিন্তু, রাস্তাটি আজ ব্যবহারে অনুপোযোগী হয়ে উঠেছে। এই রাস্তাটির প্রায় ১৬ ফুট দৈর্ঘ্য বরাবর প্রস্থ ৩ ফুট জায়গায় জোর ঠেসায় ইট দ্বারা বাড়ি নির্মাণ করলেন অসামাজিক জনাব মৃত আজিজ তরফদারের ছেলে মো: মনিরুল ইসলাম।
একই স্থানে বসবাসরত ব্যক্তিবর্গ রাস্তার উপর ইটের বাড়ি নির্মাণ কার্য নিষেধ করলেও অসামাজিক মো: মনিরুল ইসলাম তা মেনে নেয়নি বলে আখ্যা দেন। মনিরুল ইসলামের একটি ভুল পদক্ষেপ নেওয়ার কারণে রাস্তা চলাচলে বিঘ্নিত হচ্ছে আরও অনেক কয়েকটি পরিবার।
এই রাস্তা সংকলিত বিষয়টি নিয়ে মদনা গ্রামে লোক সালিশ অনেকবার হয়েছে বলে জানা যায়। তবে কখনো সমাযথায় আসেনি অসামাজিক মনিরুল ইসলাম।
আইনের আওতা অবলম্বন করে এই রাস্তাটির সঠিক সংলাপ আরোপ করা ইউনিয়ন, ওয়ার্ড প্রতিনিধির একান্ত মার্জনাপূর্ণ।
পারকৃষ্ণপর-মদনা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মহোদ্বয়কে এবং ওয়ার্ড মেম্বারকে বিষয়টি সম্পন্ন করার লক্ষ্যে আর্জি জারি করা হলো।