২১ নভেম্বর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, শিল্প মন্ত্রনালয়ে সম্ভাবনাময় এলাকায় শিল্পায়নে সংকল্পবদ্ধ। তাই কর্মসংস্থান ও বিকল্প কর্মসংস্থানের সম্ভাবতা যাচাই করে সরকার শিল্প স্থাপনের কাজ করতে যাচ্ছে।
আজ শুক্রবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন শেষে স্থল বন্দরের স্টেক হোল্ডার দের সাথে মত বিনিময় সভায় এ কথা বলেন।
জেলা প্রশাসক সাবিনা ইয়ামনিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম সুজন এমপি, মোঃ মজাহারুল হক প্রধান এমপি, পুলিশ সুপার মোঃ ইউসুফ আলী ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রার্ট।
সভায় রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নুুরুল ইসলাম সুজন এমপি বলেন চতুর্রদেশীয় ব্যবসা বানিজ্যের একমাত্র স্থল বন্দর বাংলাবান্ধার গুরুত্ব বিবেচনা করে সরকার ভারতের সঙ্গে সরাসরি রেল যোগাযোগের জন্য পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।
এর আগে মন্ত্রীদ্বয় স্থলবন্দর জিরো পয়েন্ট এলাকা ঘুরে দেখেন।