২২ নভেম্বর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হওয়ায় সাকিব ফিরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। জানা গেছে আজ রাতেই যুক্তরাষ্ট্রে ফিরছেন তিনি।
আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে শ্রীলঙ্কায় তিন টেস্টের সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল সাকিব আল হাসানের। এজন্য বিকেএসপিতে অনুশীলনও শুরু করেছিলেন তিনি।
কিন্তু শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হওয়ায় সাকিব ফিরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। এরআগে প্রায় সাত মাস যুক্তরাষ্ট্রে থাকার পর গত ২ সেপ্টেম্বর দেশে আসেন সাকিব।
গত অক্টোবরে জুয়াড়ির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করায় এক বছরের জন্য সকল ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। নিষেধাজ্ঞায় এ থাকা ক্রিকেটার মাঠে ফিরতে পারবেন আগামী ২৯ অক্টোবর।