২২ নভেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : উপজেলার ভজনপুর এলাকায় বন বিভাগের উদ্ধার করা ৬টি টিয়া পাখি অবমুক্ত করলেন থানা পুলিশ। আজ বুধবার দুপুরে তেঁতুলিয়া মডেল থানা প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে পাখিগুলো অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আবুল কাশেম, বন কর্মকর্তা শহিদুল ইসলাম, মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, ইন্সপেক্টর আবু সাঈদ চৌধুরিসহ পুলিশের অন্যান্য অফিসার ও সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। তাই যার যেখানে স্থান সেখানেই তাকে রাখতে হবে। প্রকৃতিকে বাঁচাতে হবে, সেই সাথে প্রাণিকূলকেও বাঁচাতে হবে। জীববৈচিত্র্য সংরক্ষণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। #