২২ নভেম্বর ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে সুবাতাস বানারীপাড়ায় ভূমিকম্পে মুহুর্তে বসতবাড়ি সন্ধ্যা নদী গর্ভে বিলীণ ছারছীনার পীর সাহেব হুজুরের বরিশাল আগমন উপলক্ষে আগামীকাল শনিবার ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া তিনটি তক্ষক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানে অবমুক্ত ফাতেমা জোহরা আদিবার আন্তর্জাতিক সাফল্য; অস্ট্রেলিয়ার নিবন্ধিত আর্কিটেক্ট স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
বানারীপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ নেতা জিয়াউল হক মিন্টুর প্রার্থীতা ঘোষনা

বানারীপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ নেতা জিয়াউল হক মিন্টুর প্রার্থীতা ঘোষনা

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি/

চলতি বছরের ডিসেম্বর মাসে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনার গুঞ্জনে বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু নিজেকে আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী হিসেবে ঘোষনা দিয়েছেন। শনিবার রাতে পৌর শহরের বন্দর বাজারের নিজস্ব কার্যালয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে মেয়র পদে নির্বাচন করার ঘোষনা দেন। এ ব্যপারে তিনি জানান, তিনি ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান পদ থেকে শিগগিরই পদত্যাগ করবেন এবং বানারীপাড়া পৌরসভায়ই গড়ে তুলবেন স্থায়ী ঘরবসতি। তিনি আশাবাদি তার তিন দশকের সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা,ত্যাগ- ও জনপ্রিয়তা বিবেচনা করে পৌর নির্বাচনে
আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড তাকে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও লাল সবুজের পতাকা অর্জনের মূর্তপ্রতিক নৌকার কান্ডারীর দায়িত্ব অর্পণ করবে। তিনি আরও জানান, দীর্ঘ ৩০ বছরের আওয়ামী লীগের রাজনীতির পদচারণায় তাকে হামলার শিকার ও মিথ্যা মামলায় বার বার জেলের গানিও টানতে হয়েছে। সহ্য করেছেন বহু জেল জুলুম ও হুলিয়া। তার পরেও মুক্তিযুদ্ধের চেতনার এই দলটি রাষ্ট্রিয় ক্ষমতার বাহিরে থাকার সময়ও কখনও মাঠ ছেড়ে ঘরে বসে থাকেননি তিনি। আওয়ামী লীগের বিপদের দিন গুলোতে জামায়াত-বিএনপির বিভীষিকাময় শোষন-নিপীড়ন পরিস্থিতির সময় দলকে সংগঠিত করতে উপজেলা ও পৌর শহরের অলি-গলি, মেঠোপথে তার পদচারণা ছিলো। অকৃপনভাবে পাশে দাড়িয়েছেন
নির্যাতিত আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাশে। এসব কিছু বিবেচনা করে দলের নীতি নির্ধারকরা তাকে পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী করবেন এটাই তার ঐকান্তিক বিশ্বাস। তিনি বলেন, পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও দল যাকেই নৌকার টিকিট দিবেন তার হয়ে নিরলসভাবে কাজ করে যাবেন তিনি। পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী না হতে পারলেও আর কখনও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হবেন না বলেও তিনি জানান। এ বিষয়ে তিনি বলেন, টানা ২ বার সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের তিনি চেয়ারম্যান হয়েছেন জনসাধারণের বিপুল রায়ে। তাই ওখান থেকে তিনি আর নির্বাচন করতে আগ্রহী না। কেননা ওখানে মুক্তিযুদ্ধের চেতনার আরও ব্যক্তিত্ব’রা রয়েছেন, তারা দলের হয়ে নির্বাচন করবেন। একটি পদ বছরের পর বছর আগলে রাখার পক্ষে তিনি ভিন্নমত প্রকাশ করেন। সেখানে নতুনদের জায়গা করে দিতে হবে বলেই তিনি আলোকিত পৌরসভা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নির্বাচনে সাধারণ মানুষের, তথা তৃনমূল থেকে ঢেলে সাজাতে উপ-মহাদেশের সর্ববৃহৎ প্রাচীনতম রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের মেয়র প্রার্থী হতে চান। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন নির্বাচনের আগে ও নির্বাচনকালীন সময় সহ সর্বদা পৌরবাসী তার সাথেই থাকবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019