২১ নভেম্বর ২০২৫, ১১:১৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নে ১০হাজার তালের বীজ বপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলার বাকাল ইউনিয়নের ১নং ব্রীজ সংলগ্ন সড়কে তালের বীজ বপন করা হয়। বীজ বপন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসাইন, বাকাল ইউনিয়ন পরিষদ চেয়াম্যান বিপুল দাস, ইউনিয়ন পরিষদ সদস্য সান্তানা বেগম, শিখা রানী শিকদার, মায়া রানী, ইসাহাক পাইক, রমেশ সরকার, বিণয় বৈরাগী, পঙ্কজ বৈষ্ণব, বিমল অধিকারী, গনেশ পান্ডে, নির্মল বিশ্বাস, অজিত কুমার শিকারী, সোবাহান মিয়া প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম সাংবাদিকদের বলেন বরিশাল জেলা প্রশসনের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগ প্রশমনকল্পে বরিশাল জেলাব্যাপী এক লাখ তালের বীজ বপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নে দুই হাজার করে মোট ১০ হাজার তালের বীজ বপন করা হয়েছে। এতে বজ্রপাত প্রাণহানী কমে আসবে বলে মনে করেন।