২১ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিবেদন
বিট পুলিশিং এর শুভ উদ্বোধন করেন,জনাব খায়রুল আলম -উপ পুলিশ কমিশনার (ডি সি নর্থ)।বিমানবন্দর থানার অধীন ২৮ নং ওয়ার্ডের ফিশারি রোডে অবস্হিত নতুন কার্যালয় উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,পুলিশের সেবাকে জনগনের দোরগোড়ায় পৌছানোর উদ্দেশ্যেই এই বিট পুলিশিং কার্যক্রম।অপরাধীরা ছোট অপরাধ করেও যেনো আইনের জাল থেকে বের হতে না পারে এই জন্য সবাই কে সচেতন থেকে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য উপস্থিত সবার কাছে আহবান জানান।পুলিশই জনতা -জনতাই পুলিশ এই প্রতিপাদ্য সামনে রেখে পুলিশ ও জনতা একসঙ্গে কাজ করার অঙ্গীকার করা হয়। এ সময় তিনি বিট পুলিশিং এর দুই অফিসার এস আই মিজানুর রহমান (01710625771)ও এ এস আই নাজমুল ইসলাম(01706512967)সবার সাথে পরিচয় করিয়ে দেন এবং তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার জন্য বলেন।এ সময় উপস্হিত ছিলেন এ ডি সি নর্থ জাকারিয়া আহমেদ,এ সি নাসরিন জাহান ও বিমানবন্দর থানার ও সি জাহিদ বিন আলম,অত্র ওয়ার্ড কমিশনার জাহাঙ্গীর হোসেন,বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মুকুল মুখার্জি,ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নওরুোজ বারী সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন অত্র ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জগলুল মোর্শেদ প্রিন্স।