২১ নভেম্বর ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
বরিশাল জেলার বানারীপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ হিসাবে আজ ২৬ শে আগস্ট বুধবার পুলিশ পরিদর্শক মোঃ হেলাল উদ্দীন এর পদায়ন। ২৫ শে আগস্ট মঙ্গলবার বিকাল ৩টায় বিষয়টি নিশ্চিত করেন বরিশাল জেলা পুলিশ।বানারীপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দীন জেলার চৌকশ পুলিশ কর্মকর্তা, তিনি ২০১৭ সালের জুন মাসে উজিরপুর মডেল থানায় যোগদান করেন। এর পর থেকেই বেশ সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন (ওসি তদন্ত ) হিসাবে। তিনি বেশ কয়েকটি ক্লু-লেস মামলার তদন্ত করে রহস্য উদঘাটন এবং আসামি গ্রেফতারে সফলতা এনে দেন পুলিশ বিভাগকে। এছাড়াও বরিশাল রেঞ্জে ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন, এজন্য তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেছেন ডিআইজি মোঃ শফিকুল ইসলাম-পিপিএম ও পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম-বিপিএম।এছাড়া উজিরপুর মডেল থানা এলাকায় অপরাধ ও মাদক নিয়ন্ত্রনেও তার ভূমিকা অসামান্য, করোনাকালীন সময়েও একজন মানবিক পুলিশ হিসেবে সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা ছাড়াও গভীর রাতে দুস্থ ও অসহায় মানুষের পাশেও তাকে দেখা গেছে। তিনি পাঁচ ওয়াক্ত নামাজী ব্যাক্তি হিসাবে সবার মাঝে সম্মান ও ভালোবাসা পেয়েছেন। অন্য ধর্মের প্রতি তার উদারতাও সবাইকে মুগ্ধ করে।
এব্যাপারে বানারীপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দীন বলেন, “আলহামদুলিল্লাহ” আমাকে উজিরপুর থানা হইতে অফিসার ইনচার্জ হিসেবে বরিশাল জেলার বানারীপাড়া থানায় পদায়ন করায় রেঞ্জ ডি.আই.জি. শফিকুল ইসলাম-পিপিএম ও পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম-বিপিএম স্যারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমার উপর অর্পিত দ্বায়িত্ব ও কর্তব্য যাতে নিষ্ঠার সাথে পালন করতে পারি সেজন্য সকলের সহযোগীতা ও দোয়া কামনা করছি।