২১ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বিশেষ প্রতিনিধি॥ সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি,বরিশালের বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ও এক্সিম ব্যাংকের ঝালকাঠির শাখা ব্যবস্থাপক নাসির আহম্মেদ রুবেলের পিতা সাবেক বিশিষ্ট ব্যবসায়ী আ.মালেক মিয়ার ২৩তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় বানারীপাড়া পৌর শহরের ২ নং ওয়ার্ডের বন্দর বাজার জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে ২৪ আগস্ট সোমবার বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়ানুষ্ঠানে রাজনীতিক,সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লীরা অংশ নেয়। এছাড়া মরহুমের বড় মেয়ে ফেরদৌসী পারভীন লাকীর ঢাকার উত্তরখান ও মেজ ছেলে সাংবাদিক সোহেল সানির মালিবাগের বাসায়ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত বানারীপাড়া বন্দর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আ.মালেক মিয়া ১৯৯৭ সালের ২৪ আগস্ট ঘাতকব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ###