২১ নভেম্বর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন ও পথ সভা করেছে জেলা আওয়ামী লীগ। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় প্রেসক্লাবের সামনের সড়কে ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন ও পথ সভা কর্মসূচি পালন করেন। জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম সভাপতিত্ব করেন। সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, সদস্য আবু সাইদ খান, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, স্বেচ্ছা সেবক লীগ সাধারণ সম্পাদক নুরুজ্জামান সেলিম ও জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা গ্রেনেড হামলার জড়িত তারেক জিয়াসহ হামলাকারীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির দাবি করেন।