২১ নভেম্বর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক: কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর ছোটবোন সদ্য বিবাহিতা শ্যালিকাকে নিয়ে দুলাভাই উধাও হয়েছে। রবিবার কিশোরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্ত্রী-সন্তানকে রেখে শ্যালিকাকে নিয়ে দুলাভাই উধাও হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মেয়ের বাবা ওই দিন রাতেই থানায় সাধারণ ডায়েরি করেছেন।
পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ৮ বছর পূর্বে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের রামধন দলবাড়িরপাড় গ্রামের ফুল সরকারের পুত্র আনারুল ইসলামের (৩৫) সঙ্গে একই উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর (নাটির খামার) গ্রামের মহিউদ্দিনের কন্যা লাইলী বেগমের বিবাহ হয়। তাদের পাঁচ বছরের কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর শ্যালিকা ছালমা আক্তার রুমির (২২) সঙ্গে আনারুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এদিকে প্রায় দেড় মাস পূর্বে একই ইউনিয়নের হোকডাঙ্গা দালারপাড়া গ্রামের আবু তালেব ব্যাপারীর পুত্র রেজাউল করিম দুখুর সঙ্গে ছালমা আক্তার রুমির বিয়ে হয়। এক সপ্তাহ আগে ছালমা তার বাবার বাড়িতে আসেন। রোববার বিকালে সদ্য বিবাহিতা শ্যালিকাকে নিয়ে পালিয়ে যায় আনারুল ইসলাম।
মেয়ের পিতা মহিউদ্দিন অভিযোগ করে বলেন, প্রায় সাড়ে তিন লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকারসহ বড় জামাতা আনারুল ইসলাম আমার ছোট মেয়ে সদ্য বিবাহিত ছালমা আক্তার রুমিকে নিয়ে অসৎ উদ্দেশ্যে পালিয়ে যায়। এ ঘটনায় আমার দুই মেয়ের সংসার জীবন অনিশ্চিত হয়ে পড়েছে।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা উলিপুর থানার এসআই রাসেল জানান, এ ঘটনায় জিডি হয়েছে। মেয়েটিকে উদ্ধারে জোর তৎপরতা চলছে।