২১ নভেম্বর ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
ফিলিপাইনের স্বরাষ্ট্র ও স্থানীয় সরকারমন্ত্রী এদুয়ার্দো আনো সুস্থ হওয়ার চার মাস পর আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দ্বিতীয়বার কোভিড পজিটিভ হওয়ার খবর নিজেই রবিবার দিয়েছেন তিনি।
আনো জানান, বৃহস্পতিবার ফ্লুর মতো কিছু লক্ষণ দেখা দেয়। গলা জ্বালা ও শরীরে ব্যথা নিয়ে পরের দিন পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন এবং সেল্ফ কোয়ারেন্টাইনে যান।
শনিবার রাতে রিপোর্ট হাতে পেয়ে জানতে পারেন পজিটিভ হওয়ার খবর।
ফিলিপাইন সেনাবাহিনীর সাবেক এই জেনারেল এক বিবৃতিতে বলেছেন, ‘গতকাল রাত ১৫ আগস্টে আমি আমার টেস্টের ফলাফল পেয়েছি। সেখানে জানতে পেরেছি আমি আবারও করোনায় আক্রান্ত। এই সময়ে আমি আইসোলেশনে ছিলাম এবং আমার চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন।
’
গত মার্চের শেষ দিকে প্রথমবার করোনায় আক্রান্ত হন ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী।