২১ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশাল-২আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো এতো উচ্চতার নেতা বিশ্বে আর কখনও আসবেনা। ইতিহাসের যেমন মৃত্যু নেই তেমনী বঙ্গবন্ধুরও মৃত্যু নেই। লাল-সবুজ পতাকা ও স্বাধীন-সার্বভৌম ভূখন্ড দিয়ে তিনি বাঙালী জাতিকে চির ঋনী করে গেছেন। মহান এ নেতার আদর্শকে ধারণ ও লালন করে তার সুযোগ্য কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের সোনাবাংলা বিনির্মাণ করতে হবে। বানারীপাড়ায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সকাল ১০টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়মী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা ও পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক আশরাফুল হাসান সুমনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন সরদার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম ও এটিএম মোস্তফা সরদার,ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু ও আ.মন্নান মৃধা,সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু,ওমর ফারুক ও মোয়াজ্জেম হোসেন মন্টু,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুন্তাকিম লস্কর কায়েস ও সুমম রায় সুমন,বর্তমান সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার,যুবলীগ নেতা মহসিন রেজা,পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল,সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। পরে ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাৎবরণকারীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে এর আগে এমপি শাহে আলমের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। ###