২১ নভেম্বর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ডেক্স প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের খ্যাতিমান শিল্পীবৃন্দ। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ব্যানারে আজ সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করে। এর আগে সংক্ষিপ্ত বক্তৃতায় বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারীদের খুঁজে বের করতে শক্তিশালী কমিশন গঠনের দাবি করেন তারা।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুন সরকার রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, চিত্রনায়িকা মৌসুমী, নাট্যশিল্পী তারিন জাহান, চিত্রনায়িকা শাহনুর, কন্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী, নাট্যশিল্পী প্রণীল জাদিদ, এমএ মিলন, কন্ঠশিল্পী কল্লোল সারোয়ার, করিম খান, কন্ঠশিল্পী বৃষ্টি রাণী সরকার, অভিনেত্রী রঞ্জিতা কনা, সোনিয়া পারভীন শাপলা, জয়দেব রায়, দীপাসহ চলচ্চিত্র ও নাট্যশিল্পীরা।