২১ নভেম্বর ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বিষয়টি তিনি নিজেই এক টুইট বার্তায় জানিয়েছেন।
এক টুইট বার্তায় তিনি বলেন, ‘অন্য আরেকটি কারণে আমি হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু সেখানে পরীক্ষা করে আজ দেখা যায়, আমি কোভিড পজিটিভ। আমি অনুরোধ করব, যাঁরা আমার সংস্পর্শে এসেছেন শেষ এক সপ্তাহে তাঁরা যেন নিজেদের পরীক্ষা করান এবং নিজ থেকেই আইসোলেশনে থাকেন।
’
এদিকে, সাবেক রাষ্ট্রপতির করোনায় আক্রান্তের খবরে অনেকে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছেন।