২১ নভেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির ফুটপাতের সেই মুচি নারী সবিতা দাসকে পুর্নবাসিত করলেন সমাজ সেবক ছবির হোসেন। ফুটপাত থেকে তুলে এনে সবিতাকে দেয়া হয়েছে সাজানো দোকান ঘর, নতুন জুতা স্যান্ডেলের দোকান । বুধবার সকালে সবিতার হাতে তুলে দেয়া হয় সাজানো দোকান ঘরটি। সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের চামটা গ্রামে বংশগত ভাবে বসবাস করে আসছে রবিদাস সম্প্রদায়ের সেই নারী !
বাবার মৃত্যুর পরে ঐ পরিবারের সন্তান সবিতা নারী জীবিকার তাগিদে রাস্তার পাশে ফুটপাতে বসে অন্যের জুতা স্যান্ডেল মেরামত করে ১২ বছর ধরে সংসার চালিয়ে আসছিল। এ নিয়ে গণমাধ্যমেও বারবার সংবাদ প্রচার হয় আর ওই সংবাদ দেখে এগিয়ে আসেন শহরের ব্যবসায়ী ও সমাজ সেবক ছগির হোসেন। তিনি এক লাখ টাকা ব্যয় করে একটি দোকান ঘর তুলে সেখানে নতুন জুতা-স্যান্ডেল কিনে সবিতাকে পুর্নবাসিত করে দিলেন । আলোকিত এই সমাজ সেবক ছবির হোসেন বলেন, এ সংগ্রামী নারীর পাশে দাড়াতে পেরে নিজেকে ধন্য করছি। সমাজের স্বচ্ছল মানুষগুলো যদি একজন একজন সবিতার পাশে দাড়াতো তাহলে দেশের দৃশ্যপট বদলে যেতো।
এদিকে ফুটপাত থেকে উঠে আসা ঐ সংগ্রামী নারী নতুন দোকান আর নতুন জুতার স্যান্ডেল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন! এতদিন এই সংগ্রামী নারী রাষ্ট্র ও সমাজের কাছে অবহেলিত থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ঐ সংগ্রামী নারী । আজ তাকে পুর্নবাসিত করায় সবিতার মুখে ফুঁটেছে পরিতৃপ্তির হাঁসি। আর এ অনুকরনীয় কাজের সাথে যুক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছেন সমাজ সেবক ছগির হোসেন ।