২১ নভেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ডেক্স প্রতিবেদক
চুয়াডাঙ্গায় একদিনে সর্বোচ্চ ৭১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৭৫৯ জন। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ১৫৬ জনের নমুনা প্রতিবেদন পাওয়া গেছে।
এর মধ্যে ৭১ জনের করোনা পজিটিভ। গত এক মাসে জেলায় আশঙ্কাজনকহারে করোনা আক্রান্তদের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে ৭৫৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৭৩ জন ও মারা গেছেন ১৩ জন।
তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩৭ জন, জীবননগর উপজেলার ১৩ জন, আলমডাঙ্গা উপজেলার ১৯ জন ও দামুড়হুদা উপজেলার ২ জন রয়েছেন। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩৮ জন ও হোম আইসোলেশনে ৩৩৩ জন চিকিৎসা নিচ্ছেন।