২১ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান। ফাইল ছবি
টেকনাফের শামলাপুর চেকপোস্টে সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানকে গুলি করে হত্যা ঘটনায় মামলা হয়েছে।
সিনহা মো. রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে বুধবার কক্সবাজার আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার ও বাহারছড়া ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে এই মামলায়।
আদালত অভিযোগ আমলে নিয়ে র্যাবকে তদন্তের নির্দেশ দিয়েছেন।