২১ নভেম্বর ২০২৫, ০৫:২০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ডেক্স প্রতিবেদক:: ভয়াত্বক রুপ ধারণ করে এগিয়ে আসছে শক্তিশালি হ্যারিকেন ঝড় ইসাইয়াস। আমেরিকার বাহামাস, ফ্লোরিডা হয়ে উত্তর ও দক্ষিণ ক্যারোলিনার দিকে যার গতিপথ। দেশটি ক্যরোলিনায় প্রবেশ করেই ভয়াল রূপ নেবে এই ঝড়। ক্যাটাগরি ওয়ান হ্যারিকেন হয়ে আছড়ে পড়বে এই ঝড়। দেশটির ন্যাশনাল হ্যারিকেন সেন্টার সতর্ক করে এই তথ্য জানিয়েছে। খবর সময় টিভি।
হ্যারিকেন সেন্টারের বরাত দিয়ে সংবাদে বলা হচ্ছে, এই ইসাইয়াসের কেন্দ্রটি জর্জিয়া ও দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দক্ষিণ ভাগ দিয়ে যাবে। পরে এটা সরে মধ্য আটলান্টিক উপকূলে আছড়ে পড়তে পারে। উত্তর ক্যারোলিনায় সতর্কতা জারি করে, সুরক্ষাবিধি মানতে অনুরোধ করা হয়েছে। আগাম করোনা সুরক্ষা সরঞ্জামও জোগাড় করতে বলা হয়েছে।
সময় টিভির ওই সংবাদে আবহাওয়াবিদদের বরাত দিয়ে উল্লেখ করে, আছড়ে পড়ার সময়ে ইসাইয়াস হ্যারিকেনের গতিবেগ থাকবে অন্তত ১১১ কিলোমিটার। তবে এই গতিবেগ আরও বৃদ্ধি পেতে পারে।’