২১ নভেম্বর ২০২৫, ০৫:২২ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের নিলার ভিটা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) নিলার ভিটা পশ্চিম সরই বাইতুল মোকাররম জামে মসজিদ প্রাঙ্গণে ফলজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক রাহাত তালুকদার।
এসময় সংগঠনের আহবায়ক লোকমান হোসেন, সদস্য কাওসার হোসেন মোহন, আরিফুর রহমান আরিফ, কাওসার হোসেন, বশির হাওলাদার সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সমাজ কল্যাণ সংস্থাটি গ্রামের একের পর এক সামাজিক কাজ করে এসেছে । করোনা ভাইরাসের শুরুতে গ্রামের ৫৫০ জনের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, রমাজানের অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ,এছাড়া বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে করে বেশ সুনাম অর্জন করেছে।