২১ নভেম্বর ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
– এস.এম.সুজন খান(বিশেষ)প্রতিনিধিঃ- “স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরি, করোনা বিস্তার রোধ করি” নিরাময় নয় প্রতিরোধ ক্ষমতা তৈরীর জন্য সচেতনতা মুলক কাজ করা, রোগ বা সংক্রামক অসুখ হওয়ার আগেই পুষ্টিকর খাবার খেলে শরীরে জীবনী শক্তি তৈরী হলে প্রতিকার পাওয়া যাবে অসুস্থতার হাত থেকে।
ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রশাসন বাস্তবায়নে মাস্ক বিতরণ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮জুলাই) সকালে উপজেলা পরিষদের সামনে মাস্ক বিতরণ কার্যক্রম ও স্বাস্থ্য সচেতনামুলক আলোচনা করা হয় ।উপজেলা নিবার্হী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। তিনি বলেন করোনা বিস্তার প্রতিরোধে আমাদের সকলকেই মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক, ঈদুল আযহাকে সামনে রেখে হাট বাজারে লোক সমাগমে মাস্ক ব্যবহার করতে হবে, তাহলেই করোনা বিস্তাররোধে কার্যকর ভুমিকা বাস্তবায়ন হবে। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. শেলিনা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদসহ আরও অনেকে ।এ সময় প্রশাসনিক কর্মকর্তা,সামাজিক. রাজনৈতিক, শিক্ষক,সাংবাদিকসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন । আলোচনা শেষে মাস্ক বিরণ কার্যক্রম শুরু করা হয় । সকাল থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে ও জন সমাগম এলাকায় মাস্ক বিতরণ করা হয় ।