২১ নভেম্বর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
চুয়াডাঙ্গায় দর্শনার শ‍্যামপুরে পরিকল্পিত চিন্তায় বাসায় ঢুকে প্রভাবশালীদের সন্ত্রাসী কার্যকলাপ:

চুয়াডাঙ্গায় দর্শনার শ‍্যামপুরে পরিকল্পিত চিন্তায় বাসায় ঢুকে প্রভাবশালীদের সন্ত্রাসী কার্যকলাপ:

দামুড়হুদা উপজেলা প্রতিনিধি :

চুয়াডাঙ্গায় দর্শনার শ‍্যামপুর গ্রামের উত্তরপাড়ায় নজরুল সর্দার (৪৫) এবং সুজন (৩০) নামের দুই ব‍্যক্তির পরিকল্পনায় গুরুতর জখম সিরাজুল ইসলাম (৪৫) ও তার পরিবার শাহানাজ (৩৬)।

ঘটনাসূত্রে, সিরাজুলের বাড়ির পাশে বসবাসরত আছেন, নাসিমা(৪৮) নামের এক ভদ্র মহিলা। গত কয়েক দিন ধরে নাসিমার বাড়িতে ইটের টুকরা পড়লে, নাসিমা বেগম পাশের বাড়ির সিরাজুল ইসলামের সন্দেহ ভাবে দোষারোপ করেন। কিন্তু সিরাজুল ইসলাম এবং তার স্ত্রী, নাসিমা নামের ভদ্র মহিলার বাড়িতে ইট পাটকেল ফেলেনি বলে আখ‍্যা দেন।

তবুও নাসিমা উক্ত ঘটনাকে কেন্দ্র করে সিরাজুল ইসলামের নামে বিভিন্ন বেফাঁস গালিগালাচ করেন। এবং নাসিমা তার পাশ্ববর্তী বসবাসরত আত্নীয় স্বজন সবাইকে বিষয়টি জ্ঞাপন করেন। নাসিমা নামের ভদ্র মহিলার চাচাতো ভাই নজরুল এবং চাচাতো বোনের ছেলে সুজন উক্ত ঘটনাটিকে সঠিক প্রমাণ না করেই, গতকাল সন্ধ্যায় সিরাজুলের বসত বাড়িতে পরিকল্পিতভাবে আক্রমণ করেন। এবং সিরাজুলের বক্তব্যে তিনি বলেন, যে আমরা অসহায় এবং আমার আত্মীয় স্বজন এখানে না থাকায়, আমার এবং আমার পরিবারের প্রতি চরম নির্যাতন করছে। আরও বলেন, নজরুল এবং সুজন, আমার বাড়িতে বেপরোয়াভাবে ঢুকে আমাদের হুমকি দেয়। এবং সুজন নামের ছেলেটি, আমার স্ত্রীকে বেফাঁস কথা বলে এবং চড় থাপ্পড় মারে। একপর্যায়ে, কথা কাটাকাটি হলে, আমার বড় ভাই এবং আমার ভাইয়ের ছেলেরা বিষয়টি মিমাংসা করে দেয়।

এরপর, আমার ভাই এবং আমার ভাইয়ের ছেলেরা, তাদের বসত বাড়িতে চলে যায়। আনুমানিক গতরাত ১০:০০টার দিকে, নজরুল এবং সুজনের কুমন্ত্রনায় তাদের পাশ্ববর্তী সকল আত্নীয় স্বজনকে ডেকে মতপ্রশন করে, আমার (সিরাজুল)বসত বাড়ি ঢুকে এলোপাথাড়ি ভাবে ইটপাটকেল মারা শুরু করে। এবং আমি ও আমার পরিবারের সবাই ঘর থেকে বাহির হলে, আমার উঠানে দেখি, শহিদ (৫০), আফি(৫৫),শামসুল (৪৯), মামুন(৩৪), ইমন (২০),শাহদ(১৮), নাসিমা(৪৮), রেশমা(৩০),রাফেজা(৫৫), লাভলী(২২), শামসলের স্ত্রী কল্পনা (৪০), ব‍্যক্তিবর্গ দাঁড়িয়ে আছে। এবং বেফাঁস গালিগালাচ করছে। হঠাৎ দেখি, নজরুল ও সুজন উক্তব‍্যক্তিদ্বয়কে আমাদের মারার জন‍্য আদেশ করছেন। আদেশ করার সঙ্গে সঙ্গে, ওরা আমাদেরকে এলোপাথাড়ি মারধর শুরু করলো। এবং মামুন(৩৪) নামের ব‍্যক্তিটি, আমাকে মাটিতে ফেলে দেশীয় “দা” দিয়ে আমার মাথা জখম করে। এরপর আমি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ছিলাম। এবং আমার স্ত্রী- মেয়েকে বাড়ির উঠান থেকে তুলে নিয়ে, নজরুলের বাড়ির গেটের সামনে মাটিতে ফেলে, ছেলে-মেয়ে উভয় মিলে পায়ের নিচে ফেলে বেধড়ক মেরেছে, এক পর্যায়ে আমার স্ত্রী -মেয়ে অজ্ঞানরত অবস্থায় মাটিতে পড়ে ছিল। এমতাবস্থায়, আমাকে এবং আমার স্ত্রী -মেয়েকে আলমসাধু গাড়ি যোগে দামুড়হুদা উপজেলার চিতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

নজরুল এবং তার আত্মীয় স্বজন সংখ্যায় অধিক এবং প্রভাবশালী হওয়ায় তারা সমাজের কাউকে তোয়াক্কা করে না বলে জানা য়ায।

সর্বশেষ, সিরাজুল ইসলাম ও তার পরিবার তাদের বক্তব্যে মতপ্রকাশ করেছেন, আমরা অসহায়, আমাদের এখানে কেউ নাই। আমরাও মানুষ, আমরা স্বাধীনভাবে বাচতে চাই। আমরা সুষ্ঠু বিচার চাই। স্থানীয় আইন প্রশাসন পুলিশ ও উপজেলা ইউএনও মহোদয়ের কাছে একটাই দাবি, তিনি যেন, নজরুল ও তার দলবলকে আইনের সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করেন।অতপর, নজরুলের মতো দম্ভীর ব‍্যক্তির হাত থেকে সমাজ ও অসহায় মানুষের পাশে থেকে সুষ্ঠু বিচার প্রতিস্থাপন করার অনুরোধ করছি, দামুড়হুদা ইউএনও মহোদয়কে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019