২১ নভেম্বর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠী
ইউনিয়নের ইন্দেরহাওলা গ্রামে বেহাল হয়ে পড়া পাকা ব্রিজে বাঁশের সাকো দিয়ে
চলাচল করছেন স্থানীয়রা। এ ব্রিজ দিয়ে প্রতিদিন শত শত মানুষ আউয়ার
বাজার,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার হারতা
বাজারে আসা-যাওয়া করে থাকেন। ব্রিজ সংলগ্ন মসজিদে মুসল্লিদের দিন-রাত
কষ্ট করে নামাজ আদায় করতে যেতে হয়। বিশেষ করে এ ব্রিজ দিয়ে চলাচল করতে
বৃদ্ধজন,নারী ও শিশুদের চরম ভোগান্তি পোহাতে হয়। বিগত বিএনপি-জামায়াত জোট
সরকার আমলে নিন্মমানের নির্মাণ করা জনগুরুত্বপূর্ণ এ ব্রিজটি দীর্ঘদিন
ধরে সংস্কার না করায় দেবে গিয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। সংশ্লিষ্ট
কর্তপক্ষ ব্রিজটি ভেঙ্গে নতুন ব্রিজ নির্মাণ কিংবা সংস্কারে কোন উদ্যোগ
না নেওয়ায় নিরুপায় হয়ে স্থানীয়রা ব্রিজের ওপর বাঁশের সাকো তৈরী করে
দীর্ঘদিন ধরে চলাচল করলেও যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে যেকোন সময়
ব্রিজটি সম্পূর্ণ ভেঙ্গে খালে পড়ে দূর্ঘটনা ঘটার আশংকা দেখা দিয়েছে। এ
ব্যপারে সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আ.মন্নান মৃধা জানান নিন্মমানের
নির্মাণের ফলে জনগুরুত্বপূর্ণ ব্রিজটি দেবে গিয়ে চলাচল অনুপযোগী হয়ে
জনদূর্ভোগের সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান
আলহাজ্ব গোলাম ফারুক জানান ব্রিজটি ভেঙ্গে সেখানে গার্ডার ব্রিজ
নির্মাণের প্রক্রিয়া চলছে। ###