২১ নভেম্বর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মো: জাকিরুল ইসলাম দামুড়হুদা উপজেলা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গা জেলায় দামুড়হুদা উপজেলার জয়রাম পুর গ্রামে রেল স্টেশনের পূর্ব পাশে কুটির পাড়ায় আবুল ফকির এবং মৃত সিরাজ ফকিরের ছয় বিঘা জলকারের পুকুর ভেঙ্গে সয়লাব করছে পাশ্ববর্তী ঘরবাড়ি।
জয়রাম পুর গ্রামের কুটির পাড়ায় আবুল ফকির এবং মৃত সিরাজ ফকিরের ছয় বিঘা জল কারের একটি পুকুর বছরের পর বছর পাশ্ববর্তী এলাকা ভেঙ্গে ধূলিসাৎ করে চলেছে। পুকুরটির আশ পাশে বসবাসকারী লোকজন পুকুর মালিকদ্বয়কে বহু বছর যাবত অনুরোধ করে আসছেন পুকুরটির ক্ষতির কবল থেকে তাদের ঘরবাড়ি রক্ষার জন্য। কিন্তু তারা কোন কর্ণপাতই করেন না। পুকুরটির পাশ্ববর্তী বসবাসকারী লোকজন অতি দরিদ্রতম। এতদ্বসত্বেও তারা বহু দফা নিজের টাকা খরচ করে নিজেদের ঘরবাড়ি ভাঙ্গনের কবল হতে রক্ষা করেছেন। তথাপি পুকুরটির মাটি ভেঙ্গে পাশ্ববর্তী বসবাসকারী লোকজনের ঘরবাড়ি ধূলিসাৎ করে চলেছে।
হাউলি ইউনিয়নের মরহুম আলী শাহ্ মিন্টু জীবিত থাকাকালীন ভুক্তভোগীরা বিচার প্রার্থনা করলেই রীতিমত আশ্বাস পেয়েছেন কিন্তু বিচার পাননি। তাছাড়া বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিনকে এই বিষয়টি সম্পর্কে অবগত করলেও তিনি কোন সুরাহার পথ দেখাননি বরং অপারগতা স্বীকার করেন।
এলাকার লোকজন মনে করেন তাদের উপর মহলে শক্ত খুঁটি আছে যার পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান, মেম্বাররা তাদের বিচারকার্য হতে বিরত থাকেন। গরীব, দু:খী, ভুক্তভোগীরা মনে করেন এই জটিল পরিস্থিতি নিরসনের জন্য একমাএ ডিসি এবং নিজ উপজেলার ইউএনও মহোদ্বয় হস্তক্ষেপ করলে এটার পরিত্রান ঘটবে।
নতুবা এক সময় বড় আকারের সংঘর্ষের সম্ভাবনা থেকেই যাবে।
পরিশেষ বলা যেতে পারে একটি পুকুর পাশ্ববর্তী এলাকার ঘরবাড়ি যে ভাবে ভাঙ্গন সৃষ্টি করে চলেছে তাতে এলাকায় বড় ধরনের সংঘর্ষের সম্ভানা দেখা দিয়েছে। এটার বিষয়ে অতিসত্বর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে এলাকাবাসীর অভিব্যাক্তি।